রবি ইন্টারনেট অফার। রবির ইন্টারনেট উৎসবের এই সময়ে রবি দিচ্ছে স্বল্পমূল্যে ২জিবি,৪জিবি এবং ৬জিবি ইন্টারনেট ডাটা।চলুন জেনে নেওয়া যাক অফারগুলো সম্পর্কে বিস্তারিত ভাবেঃ
রবি ইন্টারনেট অফারঃ
রবি ৬জিবি ১২৯ টাকা
- ইন্টারনেট অফারটির মেয়াদ ৭ দিন (ভ্যাট ও অন্যান্য চার্জসহ)।
- এই অফারটি একটিভ করতে ডায়াল করুন *123*129#
রবি ২জিবি অফার
- ২জিবি ইন্টারনেট ডাটার মেয়াদ ৩০ দিন।
- এই প্যাকটির মূল্য ২০৯ টাকা,যা ভ্যাট ট্যাক্স ও অন্যান্য খরচসহ।
- রবি ২জিবি অফারটি ক্রয় করতে ডায়াল করুন *123*209#
![]() |
রবি ইন্টারনেট অফার |
রবি ৪জিবি অফার
- এই অফারটির মেয়াদ ৩০ দিন।
- ৪জিবি ইন্টারনেট ডাটার মূল্য ৩১৬ টাকা।
- অফারটি একটিভ করতে ডায়াল করুন *123*316#
নতুন রবি ইন্টারনেট অফার অফারগুলো সম্পর্কে কিছু প্রশ্নঃ
প্রশ্নঃ অফারটি কি রবির সকল গ্রাহক উপভোগ করতে পারবে?উত্তরঃ রবির সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকগন এই অফারগুলো গ্রহন করতে পারবে।
প্রশ্নঃ ৬জিবি ইন্টারনেট ডাটার সবটুকুই কি ৪জি ইন্টারনেট ডাটা?
উত্তরঃ না। ৬জিবি ইন্টারনেট ডাটার ৩জিবি 3G ডাটা এবং বাকি ৩জিবি 4G ডাটা। 4G ব্যবহারের জন্য আপনার এলাকাই 4G নেটওয়ার্ক থাকতে হবে। বাকি অফারগুলোর ডাটা যেকোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে।
প্রশ্নঃ কিভাবে ইন্টারনেট ডাটা চেক করবো বা অবশিষ্ট ইন্টারনেট ডাটা দেখবো?
উত্তরঃ আপনার ইন্টারনেট ডাটা চেক করার জন্য *123*3*5# ডায়াল করতে হবে।
নতুন রবি ইন্টারনেট অফারগুলো সম্পর্কে আপনার কোন বিষয়ে জানার থাকলে বা বুঝতে সমস্যা হলে কমেন্ট করে আমদের জানান।এছাড়াও রবির আরো নতুন নতুন ইন্টারনেট অফার সম্পর্কে জানতে আমাদের Robi offer ক্যাটাগরী চেক করুন,ধন্যবাদ।
0 Comments